Thursday, October 22, 2015

হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী

হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী


১. নাম ও পরিচিতি:
হযরত আব্দুল্লাহ ইবনে উমর  (রাঃ) এর নাম আব্দুল্লাহ, উপনাম- আবু আব্দুর রহমান, উপাধি- রয়ীসুল মুহাদ্দেসীন। তাঁর পিতার নাম উমর ইবনুল খাত্তাব এবং মাতার নাম যয়নব বিনতে মাযউন


২. জন্ম:  তিনি নবুওতের এক বছর পূর্বে জন্মগ্রহণ করেন।


৩.  ইসলাম গ্রহণ:তিনি নবুওতের ষষ্ঠ বছরে তাঁর পিতা হযরত উমর (রাঃ) এর সাথে ৬ বছর বয়সে ৬১৬ খ্রিস্টাব্দে মক্কায় ইসলাম গ্রহণ করেন।

৪. শিক্ষা গ্রহণ:  ইসলাম গ্রহণের পর থেকেই তিনি রাসূল (সাঃ) এর দরবারে যাতায়াত করতেন এবং নবুওতের দীপিকা থেকে জ্ঞানালোক সংগ্রহ করতেন। এজন্যই তিনি তাফসীর ও ফিকাহ শাস্ত্রে প্রভূত জ্ঞানের অধিকারী ছিলেন এবং হাদীস বর্ণনায় মুকসিরীন সাহাবীদের অন্তর্ভূক্ত ছিলেন।

৫.  যুদ্ধে অংশগ্রহণ: ইসলাম গ্রহণের পর হতে  তিনি ইসলামের সকল যুদ্ধে রাসূল (সাঃ) এ সাথে অংশ গ্রহণ করেন।

৬.  হাদীস শাস্ত্রে তাঁর অবদান: সাহাবীদের মাঝে তিনিই সর্বাধিক হাদীস বর্ণনা করেন। তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা মোট ৫৩৭৪টি মতান্তরে ৫৩৭৫টি। একারনে তাকে রাবীদের নেতা বলা হয়। ইমাম বুখারীর মতে, আট শতাধিক রাবী তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনি আসহাবে সুফ্ফা এর অন্তর্ভূক্ত ছিলেন।

৭.  ইন্তেকাল: ৭৩ হিজরীতে হযরত আব্দুল্লাহ ইবনে যুবায়েরের হত্যার তিন মাস পর মতান্তরে ছয় মাস পর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বা ৮৬ বছর। তাকে যী-তুজা নামক স্থানে মুহাজিরদের কবরস্থানে দাফন করা হয়।

3 comments:

  1. সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদীস আবু হুরাইরা রাঃ ৫৩৭৪ টি বর্ণনা করেন।

    ReplyDelete
  2. তাঁর বর্ণিত হাদিস সংখ্যা ১৬৩০ টি।

    ReplyDelete
  3. তিনি ২৬৩০ টি হাদিস বর্ণনা করেন। অনুগ্রহ করে পোস্ট ঠিক করুন।

    ReplyDelete