মাকতাবা শামিলা পরিচিতি
মাকতাবা শামিলা কী?
*** মাকতাবা শামিলা একটি সুসমৃদ্ধ ও সুবিশাল ডিজিটাল গ্রন্থগার।
*** মাকতাবা শামিলা একটি সুসমৃদ্ধ ও সুবিশাল ডিজিটাল গ্রন্থগার।
*** المكتبة
(আল-মাকতাবা) অর্থ গ্রন্থগার। الشاملة (আশ-শামিলা) অর্থ শামিল, সঞ্চয়,
সংগ্রহ, সংকলন বা সমগ্র। আধুনিক আরবি ভাষায়
প্রচলিত অর্থে শামিলা অর্থ বিশ্বকোষ, সে হিসেবে (আল-মাকতাবা আশশামিলা) অর্থ
গ্রন্থের বিশ্বেকোষ।
*** المكتبة
الشاملة
(আল-মাকতাবা আশ-শামিলা) হলো একটি আরবি ভাষা
ভিত্তিক ওপেন ই-লাইব্রেরি।
গোটা আরব বিশ্ব তো বটেই, সারা মুসলিম-বিশ্বের ইসলামিক স্কলার, গবেষক এবং আলিমদের কাছে অত্যন্ত জনপ্রিয় লাইব্রেরি এটি।
বিশ্ববিদ্যালয়, ইসলামিক গবেষণা-প্রতিষ্ঠান, দারুল ইফ্তা ও প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য অতিপ্রয়োজনীয়
একটি লাইব্রেরি এটি। রেফারেন্স, সহজলভ্যতা, অনুসন্ধান (Search) ব্যবস্থা এবং ব্যবহারকারীর ইচ্ছানুযায়ী পরিবর্তন করতে পারার ক্ষেত্রে এটির
জুড়ি মেলা ভার।
নামি-দামি প্রকাশনা-প্রতিষ্ঠান
কর্তৃক প্রকাশিত উক্ত কিতাবসমূহের
বর্তমান বাজার রেট হিসেব করলে এ-লাইব্রেরিতে অন্তর্ভুক্ত কিতাব সমূহের দাম পড়বে প্রায় চার কোটি টাকা। বর্তমানে এতে ৬
হাজারেরও অধিক বড় বড় গ্রন্থ অন্তর্ভূক্ত আছে। এতে অন্তভুর্ক্ত কিতাবের গড়ে ৫ লাইনের সংক্ষিপ্ত পরিচয় (বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশনা জগতের নাম ও ঠিকানা)
দিয়ে যে তালিকা দেওয়া হয়েছে শুধু তা-ই A4 সাইজের পেইজের প্রায় ২৯৩১ পৃষ্ঠার।
আকিদা, তাফসির, কুরআনিক সাইন্স, হাদিস, হাদিসের ব্যাখ্যাগ্রন্থ, হাদিস সাইন্স, ফিকহ, উসুলে ফিকহ, সাধারণ আইন, রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, তাসাওফ, ফতোয়া, সিরাতুন্নবী, জীবনী, ইতিহাস, ভূগোল, সাহিত্য, অভিধান, অভিধান-বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, ভাষা-বিজ্ঞান, যুক্তিবিদ্যা, দর্শন, বিশ্বকোষসংকলন-সহ
প্রায় ১৩৫টি পৃথক শিরোনামে ইমাম, মুজতাহিদ, ইসলামিক পণ্ডিত, সাধারণ গবেষক, প্রখ্যাত চিন্তাবিদসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের বই এখানে শামিল হয়েছে।
এটি একটি ওপেনসোর্স সফটওয়ার, এটি যে কেউ বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবে
এবং যেভাবে ইচ্ছা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবে। বাজারে এর সিডি ও কিনতে পাওয়া
যায়। সিডি থেকে কপি করেও ব্যবহার করা যায়। আমি আমার একজন শ্রদ্ধেয় উস্তাদ থেকে
একটি সিডি এনে আমার কম্পিউটারে কপি করে ব্যবহার করছি। আমি যে ভার্সনটি ব্যবহার করি সেটার সাইজ ৩.৩২ জিবি, তবে এটি কমপ্রেস করা। এক্সট্রাক্ট করলে এর সাইজ দাড়ায় প্রায় ১২ জিবি। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারন এই ১২ জিবি আপনার সি ড্রাইভে যেয়ে সি ড্রাইভ ভারি করে পিসি ধীর গতির করে দবে না, বরং সি ড্রাইভে যাবে শুধুমাত্র ২০ এমবি। বাকি ১২ জিবি আপনার অন্য ড্রাইভেই থাকবে। এবং মজার ব্যপার হল আপনি যে ভার্শন বা সংকলনই ব্যবহার করেন না কেন, আপনি খুব সহজেই আপনার ভার্সনটি সর্বশেষ ভার্সনে আপডেট করে নিতে পারবেন।
শামিলাতে আমার সবচাইতে পছন্দের ফিচরটি হল এর সার্চ করার অপশনটি। এটি অবিশ্বাস্য। আপনি একটি শব্দ সার্চ করলে, শামিলা আপনাকে তার অন্তর্ভূক্ত ৬ হাজার কিতাবের মাঝে শব্দটি কি কি অর্থে, কোন কোন স্থানে, কতবার ব্যবহৃত হয়েছে মিনিটের ভিতর তার সব তথ্য আপনার সামনে উপস্থিত করবে। এতে আপনি অল্প সময়ের মধ্যেই আপনার কাঙ্খিত বিষয়টি আপনার সামনে হাজির পাবেন। আপনার অল্প আরবি জানা থাকলেই আপনি যে কোন বিষয়ের সমাধান বের করতে পারবেন আপনি নিজেই।
উদাহরণ স্বরূপ:
(কোরআন) إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا এই আয়াতের তাফসীর জানার দরকার। আয়াতটি বা আয়াতের অংশ লিখে সার্চ
দিলেই আপনার সামনে উপস্থিত হবে প্রায় ৪০ টি তাফসীরের কিতাব। আপনি যে কোনটাতে ক্লিক
করেই দেখে নিতে পারেন নির্দিষ্ট তাফসীর। চাইলে এক এক করে ৪০ টি কিতাবেই এই
আয়াতটির তাফসীর পড়ে নিতে পারেন।
(হাদীস) কোন হাদীসের একটি শব্দ দিয়েই খুঁজে নিতে পারেন নির্দিষ্ট
হাদীসটি, জেনে নিতে পারেন হাদীসটি কোন কিতাবের কত নং হাদীস। পাশাপাশি আরো জেনে
নিতে পারেন উক্ত হাদীসটি আর কোন কোন কিতাবে উল্লেখ রয়েছে এবং এগুলোর বিস্তারিত
বর্ণনা। আবার কোন উক্তি সম্পর্কে যদি সন্দেহ হয় যে, তা হাদিস কি না? উক্তিটি লিখে সার্চ দিলেই এর সমাধান পাবেন। হাদিস হলে কিতাবের
নামসহ চলে আসবে। আর জাল হাদিস হলে হাদিসের কিতাবে দেখা যাবে না। বরং অন্যান্য কিতাবে
এর সম্পর্কে বিরূপ মন্তব্য দেখা যাবে।
(ইতিহাস) বাইতুল মুকাদ্দাস বিজয় সম্পর্কে জানার জন্য فتح
بيت المقدس
লিখে সার্চ দিলে অসংখ্য তথ্য আসবে। বদর যুদ্ধ সম্পর্কে জানতে
غزوة بدر লিখে সার্চ দিন,
শামিলা আপনার নখদর্পনে উপস্থিত করবে বদর যুদ্ধের আদ্যোপান্ত।
(ব্যাকরণ) “কারক” বিষয়ে জানতে হলে "الفاعل" লিখে সার্চ
দিন। দেখবেন অসংখ্য তথ্য চলে এসেছে।
(ফিকহি মাসআলা) কুরআন শরিফ স্পর্শ করার মাসয়ালা জানতে مس
المصحف
লিখে সার্চ দিতে পারেন।
এরকম আরো কত কি!!!!!!
No comments:
Post a Comment