بسم الله الرحمن الرحيم
প্রশ্নব্যাংক
ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাবি।
১ম বর্ষ বি.
এ. (সম্মান) ২য় সেমিস্টার
কোর্স-১০৪
বাংলা
ক-বিভাগ
২০১৪ (যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাও)
১. বাংলা ভাষা উদ্ভব ও বিকাশের ইতিহাস পর্যালোচনা কর।
অথবা, ধ্বনি কাকে
বলে? বাংলা স্বর ও ব্যঞ্জনধ্বনির ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ কর।
২. বাংলা ব্যঞ্জনবর্ণের উচ্চারণের সূত্রসমূহ দৃষ্টান্তসহ লেখ।
৩. নিম্নলিখিত শব্দগুলোর নিম্নরেখযুক্ত অংশের বানানের সূত্র
নির্দেশ কর।
পরিষ্কার;
অপরাহ্ণ; স্টেশন; লক্ষণ; কিশোরী; অর্চনা; কৃষক; লন্ডন
৪. বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান
সম্পর্কে লেখ।
অথবা, বাংলা গদ্যের বিকাশপর্বে সাময়িকপত্রের ভূমিকা
সম্পর্কে একটি নাতিদীর্ঘ পর্যালোচনা লেখ।
৫. টীকা লেখ: (যে কোন দু’টি)
১। রাজা রামমোহন রায়
২। রামরাম বসু
৩। ফোর্ট উইলিয়াম কলেজ
৪। জসীম উদ্দীন
২০১৩
১.
২.
৩.
৪.
২০১২
১.
২.
৩.
৪.
২০১১
১.
২.
৩.
৪.
২০১০
১.
২.
৩.
৪.
কোর্স-১০৪
বাংলা
খ-বিভাগ
২০১৪ (যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাও)
১. ক. “ ‘তৈল’ নিবন্ধটি হাস্যরসাত্মক হলেও ভাবোদ্দীপক
প্রবন্ধও বটে।”- বক্তব্যটি বিস্তারিত আলোচনা কর।
অথবা, খ. “ ‘পোস্টমাস্টার’ গল্পটিতে চরিত্র সৃষ্টিতে
রবীন্দ্রনাথ ঠাকুর অপূর্ব নৈপুণ্যের পরিচয় দিয়েছেন।”- ব্যাখ্যা কর।
২. ক. মাতৃভূমির জন্য অন্তহীন আকুলতা এবং দেশপ্রেমের
মহিমোজ্জ্বল প্রকাশ মাইকেল মধুসূদন দত্তের ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি।”-
বক্তব্যটির যথার্থ্য বিচার কর।
অথবা, খ. “ ‘বনলতা সেন’ অবিনশ্বর প্রেমের অত্যুত্তম
নিদর্শন।” তোমার পঠিত কবিতাটির আলোকে মন্তব্যটি বিচার কর।
৩. ক. সপ্রসঙ্গ ব্যাখ্যা কর:
তোহে জনমি পুন,
তোহে সমাওত
সাগর-লহরী
সমানা।।
অথবা, খ. একটিমাত্র বাক্যে উত্তর দাও:-
১) তাঁরা ভাবিতেন, সংস্কৃতিতেই তবে বুঝি বাঙ্গালা ভাষার
গৌরব;- কারা এমনটি ভাবতেন?
২) শিকার থেকে একবার তারা বঞ্চিত হয়েছিল সে দুঃখ তাদের
ছিল,- কাদের দুঃখ ছিল?
৩) দুঃখের বিষয়, সান্ধ্য আড্ডাটি ভাঙিয়া গিয়াছে।– কোন
আড্ডার কথা বলা হয়েছে?
৪) ১৪-১৮ টা কুরুক্ষেত্রের চেয়ে কম কোন হিসেবে?- ’১৪-১৮টা’
বলতে কী বোঝানো হয়েছে?
৪. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
ক. চর্যাপদের সম্ভাব্য রচনাকাল সম্বন্ধে একটি নিবন্ধ রচনা
কর।
খ. ‘বিশেষ দর্শন ও তত্ত্ব আশ্রয় করে রচিত হলেও বৈষ্ণব
পদাবলীতে চিরকালীন হৃদয়ানুভূতিই প্রাধান্য লাভ করেছে।’- উক্তিটির সত্যাসত্য বিচার
কর।
গ. মঙ্গলকাব্যের সংজ্ঞা নির্দেশ করে এ ধারার যে কোন একটি
প্রধান শাখার বিষয়বস্তুর পরিচয় লিপিবদ্ধ কর।
২০১৩
১.
২.
৩.
৪.
২০১২
১.
২.
৩.
৪.
২০১১
১.
২.
৩.
৪.
২০১০
১.
২.
৩.
৪.
কোর্স-১০৫
ক-বিভাগ
২০১৪
১.
২.
৩.
৪.
২০১৩
১.
২.
৩.
৪.
২০১২
১.
২.
৩.
৪.
২০১১
১.
২.
৩.
৪.
কোর্স-১০৫
খ-বিভাগ
২০১৪
১.
২.
৩.
৪.
২০১৩
১.
২.
৩.
৪.
২০১২
১.
২.
৩.
৪.
২০১১
১.
২.
৩.
৪.
কোর্স-১০৬
ক-বিভাগ
২০১৪
১.
২.
৩.
৪.
২০১৩
১.
২.
৩.
৪.
২০১২
১.
২.
৩.
৪.
২০১১
১.
২.
৩.
৪.
কোর্স-১০৬
খ-বিভাগ
২০১৪
১.
২.
৩.
৪.
২০১৩
১.
২.
৩.
৪.
২০১২
১.
২.
৩.
৪.
২০১১
১.
২.
৩.
৪.
No comments:
Post a Comment