COURSE OUTLINE FOR FIRST YEAR B. A. HONOURS
(Examinations of 2007, 2008, 2009, 2010, 2011,
2012, 2013, 2014)
1st Semester
Course No.
Course Title Marks
101 Introduction to Islam and
Islamic Da’wah. 100
102 Introductory Knowledge of the
Quran and Principles and History of Tafsir
100
103 Bengali 100

Total: 325
Course No. 101: Introduction to Islam and
Islamic Da’wah.
Group-A: Introduction to Islam.
Concept of Islam: It’s fundamentals, doctrines,
Islam as a complete code of life.
Objective of human life in Islam: Dignity of
man, Position of man in the Quran: spiritual and maternal, the concept of
Caliphate (Vicegerent) Ubudiyyah. Adl, Amanah, Jihad and Takdir in the Quran
and Sunnah. Moral Values in Islam.
Islamic Ethics: Importance of Alhlaq in Islam
and Concept of Husn al-akhlaq in the Quran and Sunnah. Responsibilities of man
to the Creative of Allah.
Role of Islam in Human Society: Islamic
approach towards society. Islamic solution of the contemporary social crisis.
Islam and Peace in human society, concept of Amal wal Ibadah in Islam. Islamic
Civilization and Western Civilization. Universal brotherhood in Islam,
Misunderstanding about Islam. Islam and other ideologies, a comparative study
of Socialism, Capitalism and Islam. Social, Political, Economic and Religious
aspects in Islam. A study of reasons behind the prohibition of the crime and
vices like adultery, drug addiction, gambling, bribery violence etc. in the
light of the Islamic Social values.
Group-B: Introduction to Islamic Da’wah.
Definition, scope, necessity, characteristics
and importence of Da’wah; Origin and development of Da’wah: kinds of Da’wah;
Methodology, Techniques and objectives of Islamic Da’wah, Da’wah and
information media; Quranic verses of Islamic Da’wah; pre-requisites and
qualities for Dayee in the field of Islamic Da’wah; Islam and contemporary
challenges regarding Da’wah; Non-Muslim missionary activities in Muslim
countries and Islamic Da’wah; the Natures of Da’wah prominent Dayees in
Bangladesh.
Books Recommended:
(Introduction to Islam)
- Glorious
Quran, Allama Yusuf Ali.
- Introduction
to Islam, Dr. M. Hamidullah.
- Islam,
Mahmudul Hasan.
- Islam the
Misunderstood Religion, Muhammad Qutb.
- The Spirit
of Islam, Syed Ameer Ali.
- Islam a
Glorious Teaching, Al-hajj Ahmadur Rahman.
- Introduction
to Islam, M.A Sattar Ph.D.
- Islam, M.A
Sattar Ph.D.
- তানভীরুল কুরআন, ড. আ.ন.ম রইছ
উদ্দিন।
- আনওয়ারুল হাদীস, ড. আ.ন.ম রইছ
উদ্দিন।
(Introduction to Islamic Da’wah)
- اصول الدعوة –
عبد الكريم زيدان
- الدعوة
الإسلامية – الدكتور أحمد غلوش
- حجة الله
البالغة - شاه ولى الله الدهلوى
- تذكرة الدعاة –
شيخ باهى الخولى
- المدخل العلم
والدعوة – الدكتور ابو الفتح
- Preaching
of Islam- T. W Arnold.
- منهاج الدعاء –
الدكتور محى الدين الألوسى
- الدعوة إلى
الإسلام – شيخ محمد ابو زهراء
- تاريخ الدعوى الى
الله بين الامس واليوم – أحمد عبدالله الألورى
- معالم الدعوة
الإسلامية فى عهد المكى – الدكتور خليفة حسين العسال
- مرشد الدعاة –
شيخ محمد نمير الخطيب
- ادب الدنيا
والدين – أبو الحسن الموردى
- حكمة الدعوة و
صفات الدعاة – سيد ابو الحسن على الندوى
- **** من اداب الدعوة – سيد ابو الحسن على الندوى
- Manhajunnabi
Fi Himayatid Da’wah- Shaikh Tayeb bargus
- Saichologiature
Ray wa al-Da’wah- Dr. Rauf Shalabi.
- Da’wah
Activities Through out the World, Problems and Prospects- A.N.M Abdur
Rahman
- The Massage
of Tableege and Da’wah- A.Z.M Shamsul Alam.
- Global
Geo-Strategy of Bangladesh OIC and Islamic Ummah- Syed Tayyebur Rahman.
- Holy
Prophet’s Mission to Contemparary Rullers- Maulana Abdullah Bin Syed
Jalalabadi.
- এহইয়াউল উলুমুদ্দীন (১-৪ খ-), ইমাম মুহম্মদ আল-গাযালী।
- কুর’আনের আলোকে দ্বীনি দা‘ওয়াতের মূলনীতি, মাও. মুহাম্মদ হেমায়েত
উদ্দিন।
- আমরা দাওয়াতের কাজ কিভাবে করব, অনুবাদ এম. তাহেরুল
হক।
- মানহাজুদ দাওয়াহ ওয়াদ দুআত
ফিল কুরআনিল কারীম, ড. মুহাম্মদ আব্দুর রহমান আনওয়ারী।
- দা’ওয়াতে দীন ও তার কর্মপন্থা, মাও. আমীন আহসান
ইসলাহী।
- উপমহাদেশের আলেম সমাজের বিপ্লবী
ঐতিহ্য,
মোঃ
মাজহারুল হক।
- ইসলামী দাওয়াতের হৃদয়গ্রাহী
পদ্ধতি,
আল্লামা
আলবানী আল-খাত্তালী।
- তারীখে দাওয়াত-ওয়া আযীমত (১-৪
খ-), সায়্যিদ আবুল হাসান
আলী নাদভী।
- ইসলামী রেঁনেসার অগ্রপথিক, সায়্যিদ আবুল হাসান
আলী নাদভী (অনুঃ মুহাম্মদ ওমর আলী)
- অপরাধ প্রতিরোধে ইসলামী, মাওলানা মুহাম্মদ
আব্দুর রহীম।
- ইসলামী দাওয়াহ, স্বরূপ ও প্রয়োগ, ড. মুহাম্মদ আব্দুর
রহমান আনওয়ারী।
- ইসলামী দাওয়াতের পদ্ধতি ও আধুনিক
প্রেক্ষাপট, ড. মুহাম্মদ আব্দুর রহমান আনওয়ারী।
- আমাদের সুফিয়ায়ে কিরাম, দেওয়ান নুরুল আনোয়া
হোসেন চৌধুরী (সম্পাদিত)।
- বাংলাদেশে ইসলাম, আব্দুল মান্নান
তালিব।
- দরগাহ দরবেশ, মনওয়ার হোসেন।
- বাংলার সামাজিক ও সাংস্কৃতিক
ইতিহাস,
ড. এম.
এ রহীম।
- আমাদের সূফি সাধক, আ. ন. ম. বজলুর
রশীদ।
- সূফিবাদ ও আমদের সমাজ, অধ্যক্ষ শাইখ
শরফুদ্দীন।
Course No. 102: Introductory Knowledge of the
Quran and Principles and History of Tafsir.
Group-A: Introductory Knowledge of the Quran.
The Qur’an as Allah’s
final revelation and authorative source of Islamic Knowedge; method of
revelation (Wahy) of the Quran; preservation and compilation of the Quran
classification of verses of the Quran in accordance with the scientific,
mystic, historical, social, political, and religious aspects; Impact of the
Quranic in human life, Quran Literature in Banhladesh.
Group-B: Principles and History of Tafsir.
Principles of Tafsir
Special preference will be given to the
following topics:
(i) Wahy: Literally and technically;
(ii) The Quran, its contents;
(iii) Major divisions of the Quran according to
some famous Mufassirun such as al-Razi, al- Shatibi, al-Dihlavi, Muhammad
Abduhu;
(iv) Ultimate objectives of the Quran and Nuzul
al-Quran
(v) Asbab al-nuzul, importance of knowing the
asbab’
(vi) Naskh: meaning and significance, categories
of naskh;
(vii) Asalib al-Quran (Quranic style, manturq
the Quranic works; according to khaga’ and wuduh;
(x) Tanasub al-suwar wa al-syat;
(xi) Muskilal Quran and Muashabih;
(xii) Translation of the Quran, Tafsir of the
Quran
(xiii) Al-Jadal fi al-Quran;
(xiv) Ijaz al Quran.
History of Tafsir Literature
Special pregerence will be given to the
following topics:
(i)Tafsir during the period the period of the
Prophet (pbuh), the sahabah, the tabi’un and Tabi’ Tabiin
(ii) Tafsir bi al-Ma’thur; Methodology and
Characteristics e.g. al-Tabari and Ibn Kathir;
(iii) Tafsir bi al-Ray; methodology and
characteristics e.g. Fakhruddin al-Razi and al-Alusi;
(iv) Al-Tafsir al-Balaghi (al-Kalami);
Methodology and characteristics e.g. al Zamakhshari and abu al-Sa’ud;
(v)
Al-Tafsir al Fiqhi; Methodology and characteristics, e.g. al-Jassas,
al-Qurtubi;
(vi) Al-Tafsir al-Lughawi: Methodology and
evaluation e.g. Mahjaz al-Quran by Abu Ubayd and Magani al-Quran al-Zajiaj.
Books Recommended:
- الفوز الكبير –
شاه ولى الله الدهلوى
- المعجم المفهرس
لألفاظ القرأن – محمد فؤاد عبد الباقى
- Scientific
Indications in the Holy Quran- Group of Writers, Islamic Foudation
Bangladesh
- الإتقان – جلال
الدين السيوطى
- উলূমুল কুরআন- ড. মুহাম্মদ শফিকুল্লাহ।
- المباحث فى علوم
القرأن – مناع القطان
- المباحث فى علوم
القرأن – الدكتور الصبح الصالح
- تاريخ التفسير –
الفاسم الفاسم
- تاريخ التفسير –
عبد الصمد
- تاريخ علم
التفسير – مولانا عبد الحق
- মুফাসসির পরিচিতি ও তাফসীর
পর্যালোচনা- ড. মুহাম্মদ বেলাল হোসাইন।
- التفسير
والمفسرون – الحسين الذهبى
- تاريخ التفسير – مفتى
عميم الإحسان
- التفسير
والمفسرون – الدكتور محمد همايون الذهبى
- البرهان فى علوم
القرأن – علامة بدرالدين الذركشى
- مناحل العرفان فى
علوم القرأن – شيخ محمد عبد العاصم
- إعجاز القرأن –
الرمانى
- أعجاز القرأن –
الخطابى
- أعجاز القرأن –
مصطفى الصادقى الرفاعى
- التبيان فى علوم
القرأن – السبعونى
- কুরআনের ইতিহাস দর্শন- ড. মাযহার
উদ্দিন সিদ্দীকী।
- কোরান সূত্র- মুহাম্মদ হাবিবর রহমান।
- ইলমূল কুরআন- মুফতি আহমদ ইয়ার
খান।
- কুরআন পরিচিতি- ইসলামিক
ফাউন্ডেশন বাংলাদেশ, সম্পাদনা পরিষদ।
- আল কুরআনের বিষয় অভিধান- আসাদ
বিন হাফিজ।
- বিষয়ভিত্তিক আয়াত ও হাদীস-
মুহাম্মদ নজরুল ইসলাম খান আল মারূফ।
- আল- কোরআনের আলোকে মানবজীবন-
মোহাম্মদ তোহা।
- কুরআন ও হাদীস সঞ্চয়ন- অধ্যাপক
মাওলানা আতিকুর রহমান ভ’ইয়া।
- উলূমুল কুরআন- ড. মুহাম্মদ
শফিকুল্লাহ।
- কুরআনের চিরন্তম মু’জিযা- ড.
মুহাম্মদ মুজীবুর রহমান।
- তাফসীরুল কুরআন, উৎপত্তি ও
ক্রমবিকাশ- ড. মুহাম্মদ আব্দুর রহমান।
Course No. 103: Bengali.
Group-A:
ব্যাকরণ: ৩০ নম্বর
ভাষা, বাংলাভাষা, বাংলা ভাষার উদ্ভব-সংক্রান্ত
মতবাদ।
বাংলা ব্যাকরণ: সংজ্ঞার্থ, ব্যাকরণের প্রধান আলোচ্চ বিষয়:
ধ্বনিতত্ত্ব,
রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব।
ভাষারীতি: বাংলা গদ্যরীতি, সাধু ও চলিত ভাষা, বাংলা সাধু গদ্য থেকে চলিত গদ্যে
রূপান্তর প্রক্রিয়া, বাংলা শুদ্ধ
শব্দ গঠনের বিধান। সমাস, প্রকৃতি-প্রত্যয়
ও উপসর্গ।
বাংলা বানান: ণ-তত্ত্ব ও ষত্ব
বিধান, তৎসম শব্দের ই ও ঈ ব্যবহারের নিয়ম, বাংলা বানানে সন্ধি ও প্রত্যয়-ঘটিত
নিয়মসমূহ, বিদেশী শব্দের বাংলা প্রতিবর্ণীকরণ, বাংলা উচ্চারণ।
সারাংশ রচনা, ভাব-সম্প্রসারণ।
পত্র রচনা: দাপ্তরিক, স্মারকলিপি, মানপত্র, সংবাদপত্রে চিঠি।
বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে
সংক্ষিপ্ত ধারণা (প্রাচীন ও মধ্যযুগ): ২০ নম্বর
চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তন, মঙ্গলকাব্য, রোমান্সমূলককাব্য, অনুবাদমূলকসাহিত্য, বৈষ্ণব পদাবলী।
Group-B:
সাহিত্য:৩০
গদ্য:
পোস্টমাস্টার, মুসলমানীর গল্প (গল্পগুচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুর), মা জননী (চাচা কাহিনী), তৈল- হরপ্রসাদশাস্ত্রী
পদ্য:
তাতল সৈকত বারি বিন্দু সম- বিদ্যাপতি (প্রার্থনা বিষয়ক পদ:
পদসংখা-২৯৯)
সই, কেমনে ধরিব হিয়া- চ-ীদাস (মান বিষয়ক পদ: পদসংখ্যা-১৯০)
বঙ্গভ’মির প্রতি- মাইকেল মধুসূদন দত্ত (বিবিধ কাব্য, মধুসূদন রচনাবলী)
ত্রাণ (নৈবদ্য), কৃপণ (খেয়া)- রবীন্দ্রনাথ ঠাকুর (সঞ্চয়িতা)
অন্ধ বধূ- যতীন্দ্রমোহন বাগচী, (যতীন্দ্রমোহন রচনাবলী, জ্যোতির্ময় ঘোষ সম্পাদিত, পশ্চিমবঙ্গ রাজ্য পর্ষদ, কলকাতা: ১৯৮৫
বিদ্রোহী (অগ্নিবীনা), সাম্যবাদী (সর্বহারা)- কাজী নজরুল ইসলাম, (সঞ্চিতা)
বনলতা সেন- জীবনান্দ দাশ (বনলতা সেন)
বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা: (আধুনিক
যুগ) : ২০
বাংলা গদ্যের বিকাশ, ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা গদ্যের বিকাশে সাময়িক
পত্রিকার ভ’মিকা, ঈশ^রচন্দ্র
বিদ্যাসাগর, মাইকেল
মধুসূদন দত্ত,
দীনবন্ধু মিত্র, বিহারীলাল চক্রবর্তী, বঙ্কিমচন্দ্র চট্যোপধ্যায়, মীর মোশারফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীম উদ্দীন, ত্রিশোত্তর আধুনিক কবি ও
কবিতা, ৪৭- পরবর্তী
বাংলাদেশের সাম্প্রতিক সাহিত্য।
সহায়ক গ্রন্থ
১. রবীন্দ্রনাথ ঠাকুর, গল্পগুচ্ছ, বিশ^ভারতী, কলকাতা।
২. সৈয়দ মুজতবা আলী, চাচা কাহিনী, সৈয়দ মুজতবা আলী রচনাবলী ৯ম খ-, মিত্র ও ঘোষ প্রকাশিত।
৩. রবীন্দ্রনাথ ঠাকুর, সঞ্চয়িতা।
৪. কাজী নজরুল ইসলাম, অগ্নিবীনা, সর্বহারা, সঞ্চিতা।
৫. জীবনান্দ দাশ, বনলতা সেন।
৬. মধুসূদন রচনাবলী, চতুর্দশপদী কবিতা।
৭. হরপ্রসাদশাস্ত্রী, প্রবন্ধসংগ্রহ, মোহাম্মদ মনিরুজ্জামান, সৈয়দ আকরাম হোসেন সম্পাদিত, ঢাকা বিশ^বিদ্যালয়।
৮. মুহাম্মদ আব্দুল হাই, আহমদ শরীফ সম্পাদিত, মধ্যযুগের বাঙলা
গীতিকবিতা।
৯. জ্যোতির্ময় ঘোষ সম্পাদিত, যতীন্দ্রমোহন রচনাবলী, পশ্চিমবঙ্গ রাজ্য পর্ষদ, কলকাতা: ১৯৮৫
১০. প্রমথনাথ বিশী, রবীন্দ্রনাথের ছোটগল্প, মিত্র ও ঘোষ পাবলিশার্স, কলকাতা।
১১. মুহাম্মদ শহীদুল্লাহ, বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, শহীদুল্লাহ রচনাবলী (৩য়
খ-), বাংলা
একাডেমী, ঢাকা ১৯৯৫।
১২. মুহাম্মদ শহীদুল্লাহ, বাঙ্গালা ব্যাকরণ, শহীদুল্লাহ রচনাবলী (২য়
খ-), বাংলা
একাডেমী, ঢাকা ১৯৯৫।
১৩. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ভাষা প্রকাশ বাঙ্গালা
ব্যাকরণ, রূপ এ-
কোম্পানী, কলকাতা, ১৯৯৮।
১৪. শিবপ্রসন্ন লাহিড়ী, আহমদ শরীফ ও অন্যান্য সম্পাদিত, বাংলা ভাষার প্রয়োগ ও
অপপ্রয়োগ, ঢাকা: বাংলা
একাডেমী, ১৯৮৮।
১৫. নরেন বিশ^াস, বাংলা উচ্চারণ অভিধান, ঢাকা: বাংলা একাডেমী।
১৬. জ্যোতিভ’ষণ চাকী, বাংলা ভাষার ব্যাকরণ, কলকাতা: আনন্দ পাবলিশার্স, ১৯৯৬।
১৭. মাহবুবুল হক- বাংলা বানানের নিয়ম।
১৮. প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমী, ঢাকা।
১৯. ড. রফিকুল ইসলাম, বাংলা ব্যাকরণ সমীক্ষা, গ্লোব লাইব্রেরী ঢাকা, ১৯৯৮।
২০. সুকুমার সেন, বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, (১-৫ খ-), আনন্দ পাবলিশার্স, কলকাতা।
২১. আহমদ শরীফ, বাঙালী ও বাঙলা সাহিত্য, (১ম ও ২য় খ-), বাংলা একাডেমী, ঢাকা।
২২. মুহাম্মদ এনামুল হক, মুসলিম বাংলা সাহিত্য।
২৩. অসিতকুমার বন্দোপাধ্যায়, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, মডার্ণ বুক এজেন্সী
প্রাইভেট লিমিটেড, কলকাতা: ১৯৬৬।
২৪. গোপাল হালদার, বাংলা সাহিত্যের রূপরেখা, (১ম ও ২য় খ-), মুক্তধারা, ঢাকা, ১৯৮৬।
২৫. মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান- বাংলা সাহিত্যের
ইতিবৃত্ত, (আধুনিক যুগ), আহমদ পাবলিশিং হাউজ, ঢাকা-১৯৮৯।
২৬. রফিকুল ইসলাম, কাজী নজরুল ইসলাম জীবন ও সৃষ্টি।
২৭. আবদুল মান্নান সৈয়দ, কাজী নজরুল ইসলাম: কবি ও কবিতা।
২৮. দীপ্তি ত্রিপাঠী, আধুনিক বাংলা কাব্য পরিচয়, দেজ পাবলিশার্স, কলকাতা।
No comments:
Post a Comment