প্রশ্ন : সুন্নাহ কি? মানব জীবনে সুন্নাহর প্রয়োজনীয়তা কি?
উত্তর :
আল্লাহ রব্বুল আলামীন পবিত্র কোরআনে
এরশাদ করেন : وما ينطق
عن الهوى
ان هوالاوحى
يوحى এ আয়াতের মাধ্যমে বোঝা যায়যে হাদীসও এক
প্রকারের ওহী। এটি ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস। একটি আদর্শ সমাজ গঠনে হাদীস বা সুন্নহর
ভূমিকা অনন্য। সুন্নাহ বা হাদীস হচ্ছে পবিত্র কোরআনের জীবন্ত ব্যাখ্যা। তাই ইসলামী
শরীয়তে হাদীসের ভূমিকা অপরিসীম। নি¤েœ প্রশ্নালোকে
আলোচনা করা হল।
সুন্নাহ এর পরিচয়
আভিধানিক পরিচয় : سنة শব্দটি একবচন বহুবচনে سنن
১. طريقة
২. পদ্ধতি
৩. প্রথা
৪. নিয়ম
৫. রিতি
৬. Method
৭. Way ইত্যাদি
পারিভাষিক অর্থ :
১. মীযানুল আখবার গ্রন্থকারের মতে
: الحديث هواعم
من ان
يكون قول
الرسول (ص)
والصحابى والتابعى
وفعله و
تقريره অর্থাৎ সাধারণ অর্থে রাসূল (স.), সাহাবায়ে কেরাম ও তাবেয়ীগণের বানী এবং রাসূল (স.) এর কাজ ও মৌন
সম্মতিকে হাদীস বলে।
১. শায়খ আবদুল হক মুহাদ্দিসে দেহলভী
(রহ.) বলেন : الحديث يطلق
على قول
النبى (ص)
وفعله وتقريره
৩. ইসলামী শরীয়তের পরিভাষায় : ما
سقت عن
النبى صلى
الله عليه
و سلم
সুন্নাহ এমন জিনিষ যা ফরজ নয় ওয়াজিবও
নয় তবে এটি অবশ্যই করনীয়।
এককথায় মহানবী (স.) এর কথা কাজ ও
মনসম্মতিকে হাদীস বা সুন্নাহ বলে।
মানব জীবনে সুন্নাহর প্রয়োজনীয়তা
v ব্যক্তিজীবনে : মানবজীবনে সুন্নাহর প্রয়োজনীয়তা
ব্যাপক। মহানবী হযরত মুহাম্মাদ (স.) মানুষের মাঝে শিক্ষক হিসাবে আগমন করেছিলেন। তাই
মানব জীবনে সুন্নাহর প্রয়োজনীতা ব্যাপক। মহানবী হযরত মুহাম্মাদ (স.) বিদায় হজ্জের দিন
বলেন : আমি তোমাদের মাঝে দুটি জিনিষ রেখে গেলাম। যতদিন তোমরা তা অনুসরণ করবে ততদিন
তোমরা পথভ্রষ্ট হবে না। আর তা হল পবিত্র কোরআন এবং সুন্নাহ।
১. পবিত্র কোরআনের ব্যাখ্যা জানতে : পবিত্র কোরআনের ব্যাখ্যা জানতে হাদীসের
প্রয়োজন অপরিসীম।
২. আল্লাহকে চিনতে হলে : আল্লাহকে চিনতে হলে সুন্নাহর প্রয়োজন। আল্লাহ
তায়ালা বলেন : যে আমার নবীকে ভালবাসলো, সে যেন আমাকে ভালবাসলো।
৩. মানব জীবনের লক্ষ্য অর্জন : মানব জীবনের লক্ষ্য অর্জন করার জন্য সুন্নাহর
প্রয়োজনীয়তা রয়েছে।
৪. পরিপূর্ণ মানুষ হতে : জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে একজন
পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য সুন্নাহর প্রয়োজন।
যেমন : একটা মানুষ কিভাবে ঘুমাবে, ঘুমথেকে উঠে কি করবে অর্থাৎ একটা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন
তা সুন্নাহতে আলোচনা করা আছে।
৫. ব্যক্তিজীবনের কাজ : ব্যক্তি জীবনে একটা মানুষের যা কিছু করণীয়, যা কিছু বর্জনীয় তা সুন্নাহতে আছে। সুতরাং ব্যক্তি জীবনে সুন্নাহর
প্রয়োজন আছে।
v পারিবারিক জীবনে : পারিবারিক জীবনে সুন্নাহর
প্রয়োজনীয়তা অপরিসীম। একজন সন্তান জন্ম গ্রহণ করার পর আজান দেওয়া, তাকে দুগ্ধ পান করানো, আক্বীকাহ করানো, সুন্দর নাম রাখা, সন্তান লালন-পালন করা ইত্যাদি বিষয়ের আলোচনা সুন্নাহতে আছে।
পারিবারিক জীবনে সন্তান তার পিতা-মাতা, ভাই-বোনদের সাথে কেমন আচরণ করবে। বড়দের সাথে কেমন আচরণ করবে এবং ছোটদের সাথে কেমন
আচরণ করবে তা হাদীসে আলোচনা করা হয়েছে।
v সামাজিক জীবনে : মানব জীবনের সামাজিক
বিভিন্ন দিক যেমন : প্রতিবেশীর প্রতি দায়িত্ব-কর্তব্য, আত্মীয়-স্বজনদের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি সামাজিক ব্যক্তি হিসাবে কি দায়িত্ব বা কর্তব্য
তা জানার জন্য হাদীস বা সুন্নাহর প্রয়োজন।
v রাষ্ট্রীয় জীবন : রাষ্ট্র কে পরিচালনা
করবে,
কিভাবে পরিচালনা করবে, কিভাবে আলোচনা করে পরিচালনা করবে ইত্যাদি বিষয় সম্পর্কে সুন্নাহতে আছে।
v অর্থনৈতিক জীবন : মানুষ কিভাবে সম্পদ
অর্জন করবে, কোন পথে তা ব্যয় করবে। কিভাবে সম্পদ অর্জন
করা বৈধ আর কিভাবে সম্পদ অর্জন করা অবৈধ তা রাসূল (স.) এর সুন্নাহতে আলোচিত হয়েছে।
মোটকথা - পবিত্র কোরআনের আদেশ-নিষেধ
মেনে চলার জন্য সুন্নাহর প্রয়োজনীয়তা অপরিসীম।
No comments:
Post a Comment