মাকতাবা শামিলা আপগ্রেড করা
মাকতাবা শামিলা একটি সুসমৃদ্ধ
ও সুবিশাল ডিজিটাল গ্রন্থগার। সারা মুসলিম-বিশ্বের ছাত্র, শিক্ষক, ইসলামিক স্কলার, গবেষক এবং
আলিমদের কাছে অত্যন্ত জনপ্রিয় লাইব্রেরি এটি। আজকাল প্রযুক্তির সহজলভ্যতার সাথে
সাথে বেড়েছে এর ব্যবহার। জানার আগ্রহ আছে এমন সকলই এখন ব্যবহর করছে মাকতাবা শামিলা। শামিলাতে
প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন কিতাব। ইন্টারনেটের সাহায্যে খুব সহজেই প্রতিদিনের আপডেট
পাওয়া সম্ভব। আজ আমি সেটা নিয়েই আলোচনা করব।
১. সর্বপ্রথম আপনি শামিলা ওয়েবসাইট থেকে
সর্বশেষ সংস্করনের আপগ্রেড ফাইল ডাউনলোড করে নিন। http://shamela.ws/index.php/page/updates
এই লিংকে গিয়ে
এই আইকনে
ক্লিক করে ডাউনলোড করে নিন।
২. এরপর upgrade.exe (আপগ্রেড) ফাইলটি শামিলা মেইন ফোল্ডারে
কপি-পেস্ট করুন।
৩. upgrade.exe ফাইলটি
রান করুন, শামিলা নতুন ভার্সনে আপগ্রেড নিয়ে নিবে এবং ব্যবহারের জন্য পস্তুত থাকবে।
৪. এখন “user.mbd” ফাইলটি
পুরাতন ভার্সনের Program file থেকে নতুন
আপগ্রেড করা ফোল্ডারের “files” ফোল্ডারের
ভিতর কপি করুন।
৫. এখন আপনি add/remove অপশন ব্যবহার করে পুরাতন ভার্সনটিকে আনইন্সটল করে নিতে
পারেন। একাজটি করার পর পুরাতন ভার্সনের ফাইলগুলো ডিলিট হয়ে যাবে তবে এটা নতুন ভার্সনের
কোন সমস্যা হবে না। কারন তখন এটি পোর্টেবল ভার্সনে রূপ নিবে, যা ইন্সটল ছাড়াই ব্যবহার
করা যাবে। শুধুমাত্র শর্টকাটে ক্লিক করেই ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment